কেরানীগঞ্জ মডেল যুবদলের সাংগঠনিক সভা

অর্থনীতি ও বিনিয়োগ সম্পাদকীয়

কেরানীগঞ্জ মডেল উপজেলায়  বিএনপি যুবদলের  সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শাক্তা ইউনিয়নের বামনশুর এলাকার কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি কার্যালয়ে এ  সাংগঠনিক সভা
সভা অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী মো. আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেলের সঞ্চালনায়  সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ব্যারিস্টার অমি
বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তিনি  বলেন, ❝বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের সবাইকে প্রতিহিংসা ভুলে দেশের মানুষের কাছে যেতে বলেছেন,মানুষের জন্য কাজ করতে বলেছেন। তাই প্রতিহিংসা ভুলে, সকল অতীত ইতিহাস ভুলে, আমাদেরকে জনগণের জন্য কাজ করতে হবে।সবার সাথে মিলে দেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।বিগত স্বৈরাচার সরকারের ১৫ বছরে  শাসনামলে আপনারা যে পরিমাণ মামলা-হামলার শিকার হয়েছেন, ব্যবসা হারিয়েছেন তা পূরণ হওয়ার নয়। কিন্তু আপনাদের এত দিনের ত্যাগের সঙ্গে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। তাই এই স্বাধীনতা রক্ষা করার জন্য  আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজে লাগতে হবে ।❞

তিনি আরও বলেন, ❝যুবদলের অবস্থান বিএনপির মুল দলের পরই। সুতরাং আপনাদের ব্যবহার দেখে মানুষ বিএনপিকে বিচার করবে। তাই মানুষের প্রতি অন্যায় করা যাবে না। যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে, তাদেরকে দল থেকে বহিষ্কার করে আইন শৃংখলা  বাহিনীর হাতে তুলে দিতে দলীয়ভাবে কঠোর  নির্দেশনা রয়েছে। আপনারা একেকজন শহীদ জিয়ার সৈনিক, দেশনায়ক তারেক জিয়ার সৈনিক। সুতরাং আপনারা আমাদের সাথে ঘটে যাওয়া বিগত সরকারের আমলের সকল জোর –জুলুম,অন্যায়, অত্যাচারকে ভুলে দেশের
মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করুন।❞

ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা উক্ত সভায় বক্তব্য রাখেন।তিনি বলেন,
❝আমরা যখন স্বাধীনতা পালন করছি,দেশ গড়ার কাজ করছি ঠিক তখনই নানাভেষে নানা শ্রেণির সুশীল সমাজের আগমন ঘটছে।তারা আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে কলংকিত করতে মরিয়া হয়ে উঠেছে।আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সুশীল সমাজের সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।❞ এ সময় তিনি সবাইকে অনুরোধ করেন যাতে দলে অতিথি পাখির ন্যায় আসা মানুষকে পেয়ে তারা যেন পুরাতন ত্যাগী কর্মীদের ভুলে না যান।

সভায় আরও বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শামিম হাসান, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।