জিনজিরা পি এম পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

জিনজিরা

কেরানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিনজিরা পীর মোহম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মাধম্যে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় ফুল দিয়ে নবীনদের বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন কলেজ প্রশাসন।

কলেজ ম্যানিজিং কমিটির সভাপতি ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ম.ই. মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সেলিম আহমেদ, শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য সানোয়ার হোসেন বুলবুল, প্রতিষ্ঠাতা সদস্য শাহেদ জামান দুলাল, জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাক হোসেন, সাধারণ সম্পাদক আজাদ উল্লাহ ও জিনজিরা পীর মোহম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আবু বকর সিদ্দিক, কলেজ শাখার ইনচার্জ নেহার আফরোজসহ শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, এখানে যারা ভর্তির হয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভাল শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে।

সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। কোনও রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহবান জানান বক্তারা।
এছাড়াও সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।

এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজ গভর্নিং বডির সভাপতি ম.ই. মামুন বলেন, জিনজিরা পীর মোহম্মদ পাইলট স্কুল অ্যান্ড এ উপজেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ূনঃ ইউরো বাংলা বিল্ডারস এর চেয়ারম্যান হাজী আনোয়ার হোসেনের উদ্যোগে কম্বল বিতরণ