তেঘরিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

তেঘরিয়া

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের আব্দুল্লাহপুর বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। তেঘরিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি বাদল আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আলমগীর কবীরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক অ্যাড. শাহিন রহমান।

প্রধান অতিথির বক্ত্যবে অ্যাড. শাহিন রহমান নেতাকর্মীদের উদ্যেশে বলেন, এই কর্মী ও সদস্য সংগ্রহ সভায় আমরা চাচ্ছি তরুন ও যুবক নেতৃত্ব, যদি তরুনরা-যুবকরা হাল ধরে তাহলে যেকোন কাজই করা সম্ভব। যারা বিগত দিনে আন্দোলনের সময় মাঠে ছিল সেই কর্মীগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। আন্দোলন করবো আমরা আর চেয়ারে বসবে সুবিধাবাদিরা তাতো হতে দিবো না। তিনি আরও বলেন, প্রত্যেকটা পরিক্ষিত কর্মীকে তার যোগ্যতার মাপকাঠি অনুযায়ী নেতৃত্বের সুযোগ দিতে হবে।

সভায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের আহব্বায়ক মাসুদ আলম স্বাধীন নেতাকর্মীদের উদ্যেশে বলেন, যারা যোগ্য পূর্বে যারা মিছিল মিটিং এ ছি, যাদের মুখ আমাদের চোখে ভাসে, যাদের কষ্টে এই যুবদল আমরা সংগঠিত করেছি তাদেরকে নিয়েই আমরা যুবদল আগামি দিনে গঠন করবো। আর সুদিনে যারা আসছেন এই দুর্দিনের তাদের পেছনে থেকেই আপনাদের রাজনীতি করতে হবে।

এছাড়াও সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ন্ আহব্বায়ক হাজী আরমান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ন্ আহব্বায়ক আবু জাহিদ মামুন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ন্ আহব্বায়ক আরমান উলাহ ডাবলু, তেঘরিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি জামাল মোল্লাহ, ৯নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক জাবেদুল হক জাবেদ, ৯নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন সহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মী এসময় সভায় উপস্থিত ছিলেন।