বাবু বাজার ব্রিজ

পোস্তগোলা সেতু বন্ধ থাকায় বাবুবাজার ব্রিজে তীব্র যানজট

কেরানীগঞ্জ জাতীয়

প্রতিবেদকঃ মোঃ রাহাত হোসেন

সংস্কারের কারনে বুড়িগঙ্গায় পোস্তগোলা সেতু তে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প পথ হিসেবে ব্যবহার করা হচ্ছে বাবু বাজার ব্রিজ। এতে করে তীব্র যানজটের দেখা দিয়েছে বাবু বাজার ব্রিজের ওপরে।

পোস্তগোলা ব্রিজ
ছবিঃ নাজমুল ইসলাম হৃদয়

মাদারীপুর, খুলনা, বরিশাল, যশোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসগুলো প্রবেশ করায় এ যানজটের সৃষ্টি হয়। এই যানজট ছড়িয়ে পরে বাবু বাজার ব্রিজ থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিস পর্যন্ত। কেরানীগঞ্জের অন্যান্য সড়কেও এই যানজট ছড়িয়ে পরে। দীর্ঘ যানজটের কারনে অনেকেই পায়ে হেটে ব্রিজ পাড়ি দেয়।

সরেজমিন বাবুবাজার ব্রিজে গিয়ে দেখা যায়, যাত্রীবাহী বাস সহ শত শত পন্যবাহী গাড়ি আটকা পরে আছে। এসব পরিবহন রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে যাওয়ার জন্য এই রাস্তাটি বিকল্প হিসেবে ব্যবহার করছে। ট্রাক ড্রাইভার রশিদ বলেন, পোস্তগোলা সেতুতে সংস্কার কাজ চলছে, সকাল ৮ টায় ঢাকায় যাবার জন্য কেরানীগঞ্জের চুনকুটিয়া সড়কে আসি। এখন বাজে বেলা ১২ টা , কদমতলীতেই বসে আছি। যানি না কখন পৌচাবো।

পোস্তগোলা ব্রিজ
ছবিঃ নাজমুল ইসলাম হৃদয়

পথচারী মো: ইকবাল জানান, মাওয়া থেকে চুনকুটিয়া আসতে যতসময় লেগেছে, তারচেয়ে বেশি লাগছে চুনকুটিয়া থেকে কদমতলী আসতে। বাধ্য হয়ে পায়ে হেটেই ব্রীজ পার হচ্ছি। পোস্তগোলা ব্রিজে গিয়ে দেখা যায়, ব্রীজের ওপর দিয়ে হেটেই পাড় হচ্ছে মানুষজন।

ব্রীজের ওপর যেন যানচলাচল করতে না পারে, সেই জন্য বেরিকেড দিয়ে রাখা হয়েছে। ঢাকা জেলা দক্ষিন ট্রাফিক জোনের (টিআই) মোহাম্মদ জাকির হোসেন বলেন, পোস্তগোলা সেতু  তে সংস্কারের কাজ চলার কারনে এখানে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যানজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

আরো পড়ুনঃ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল কেরানীগঞ্জ