পাক্ষিক কেরানীগঞ্জের আলো পত্রিকা ও ডিজিটাল মাাধ্যমে ”করোনায় আগানগর ইউনিয়ন পরিষদে খরচ ৭ কোটি টাকা’’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন আগানগর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, প্রকাশিত সংবাদটি পুরো সত্য নয়। তিনি এটি মিথ্যা ও বানোয়াট দাবী করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি আরো বলেছেন এখানে যে খরচের হিসাব উল্লেখ করা হয়েছে তা সামগ্রিক খরচ।
মূল খরচ বিবরনী ধাপে ধাপে যেভাবে করা হয়েছে, তার হিসাব আগানগর ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা আছে বলে তিনি জানান। তাছাড়া সমস্ত খরচ চার্টাড একাউন্টেন্ট দিয়ে অডিটও করানো হয়েছে। প্রকাশিত সংবাদের ভিত্তিতে কাওকে বিভ্রান্ত না হবার জন্য আহ্বান করেন তিনি।
প্রতিবেদকের বক্তব্য: উক্ত প্রতিবেদনে যে সকল তথ্য তুলে ধরা হয়েছে সেখানে প্রতিবেদকের নিজস্ব কোন বক্তব্য নেই। উপজেলা পরিষদ থেকে যে নথি পাওয়া গেছে, তাই প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে।