বিআরটিএ চলছে দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণে

ফের বাড়ল জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস নবায়নের সময়

জাতীয়

জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময় আবারও বাড়িয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সেই অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত কাগজপত্র হালনাগাদ করা যাবে।

রোববার (৫ মে) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব মো. মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জরিমানা মওকুফ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারই শেষ সুযোগ। আগামীতে খেলাপি মোটরযান মালিকদের জন্য আর যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়ানো হবে না।

গত ৩১ ডিসেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত নবায়নের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেসেন্সের জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা প্রদানপূর্বক গাড়ির কাগজপত্র হালনাগাদ করার জন্য সুযোগ প্রদান করা হলো।

বিআরটিএ বলছে, আগামী ৩০ জুন পর্যন্ত জরিমানা মওকুফের সুযোগ গ্রহণ করে, মোটরযান মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীকে কাগজপত্র হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, এর আগে গাড়ির কাগজপত্র হালনাগাদকরণ সময়সীমা গত বছরের ৩০ জুন থেকে বাড়িয়ে, ৩১ ডিসেম্বর পর্যন্ত  করা হয়েছিল। ওই সময় শেষ হয়ে যাওয়ার ফলে আবারও গাড়ির কাগজপত্র হালনাগাদের সময়সীমা বাড়ানো হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরিমানা ব্যতিত মূল কর ও ফি জমা প্রদানপূর্বক সব প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত শেষবারের মতো বৃদ্ধি করা হলো।

এর আগে গত ২ এপ্রিল বিআরটিএর উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ এপ্রিল পর্যন্ত মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময় বৃদ্ধির কথা জানানো হয়েছিল।