২রা ফেব্রুয়ারি(শুক্রবার) চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, যারা জমি দিয়ে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, এবং প্রতিষ্ঠার শুরু থেকে এখন অব্দি যারাই এই বিদ্যালয়ের সঙ্গে ছিলেন সকলের প্রতি সম্মান জানাচ্ছি।
তিনি আরও বলেন, এই ভাষার মাসেই এই বিদ্যালয়ে একটা নতুন ভবন করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিবো। চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয় বরাবর প্রতিটি প্রতিযোগিতামূলক আয়োজনে অংশগ্রহণ করে থাকে। আমি আশা করি এভাবেই তারা উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে একদিন শ্রেষ্ঠত্ব অর্জন করবে। শিক্ষার্থীদের সফলতায় আমরা গর্বিত।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন শিকদার বলেন, এই বিদ্যালয়ে একটা নতুন ভবন করার ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ সিদ্ধান্ত নিবেন বলে আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার্থীদের সাফল্যই আমাদের সাফল্য। যখন দেখি আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা জেলা এবং জাতীয় পর্যায়ে খেলাধুলা করছে, পুরষ্কার নিয়ে আসছে তখন গর্বে বুক ভরে যায়। তিনি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সফলায় বিদ্যালয়ের সকল শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষার্থীদের সফলতায় আমরা গর্বিত।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মহসিন রানা (খোকন) সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়টির সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
রিপোর্টারঃ রিফাত হোসেন
আরো পড়ুনঃ ভাষার মাসের প্রথমদিনে উদ্বোধন করলেন বইমেলার – প্রধানমন্ত্রী