বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলেও যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন বানচাল করার শক্তি কারো নাই। আগামী নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতেই হবে, না হলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি। শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের কালন্দি ইউনিয়ন ১ থেকে ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন ২০১৪ সালে তারা নির্বাচনে আসে নাই, ২০১৮ সালে নির্বাচনের নামে মনোনয়ন বাণিজ্য করেছে। বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলেও যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এবারও যদি তারা নির্বাচনে না আসে তাহলে তাদেরই ক্ষতি হবে। এবার একটি নিরপেক্ষ নির্বাচন হবে, কোন অবস্থাতেই সরকার নির্বাচন কমিশনের উপর প্রভাব বিস্তার করবে না।
তিনি আরো বলেন যেই আমেরিকা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে সপ্তম নৌবহর পাঠিয়েছিল, ১৯৭৪ সালে খাদ্যের জাহাজ ফিরিয়ে নিয়ে বাংলাদেশে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল, ১৯৭৫ সালে জাতির জনক কে হত্যার পেছনে বিদেশী শক্তি হিসেবে ইন্ধন যুগিয়েছিল,সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে বিএনপি আজকে ষড়যন্ত্র করছে।
কালন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মস্তানের সভাপতিত্বে ও ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিনের সার্বিক তত্ত্বাবধানে সম্মেলনে অন্যানের মধ্যে মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সহ-সভাপতি সফিউল আজম বারকু সাধারণ সম্পাদক আলতাব হোসেন বিপ্লব, আওয়ামীলীগ নেতা আরোয়ার হোসেন জয়, কামরুল ইসলাম কামু, ভিপি মনির হোসেন মনির, শাহাদাৎ হোসেন, সেচ্ছাসেবক লীগ নেতা রিপন জাহান, ইকবাল হোসেন কালিন্দী, জিলহজ, হুমায়ুন গনিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আরো পড়ুনঃ জনগণের রাষ্ট্র জনগণের হাতে তুলে দিয়ে মৃত্যু হলে বুঝব আমার পৃথিবীতে আসা সার্থক — গয়েশ্বর