ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় একটি ছয়তলা ভবনে বিস্ফোরণে ভবনটি হেলে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হেলে পড়া ভবনটির মালিক হলেন আওয়ামী লীগ নেতা ও কেরানীগঞ্জ গার্মেন্টসপল্লি দোকান মালিক ও সমবায় সমিতির সাবেক সভাপতি স্বাধীন শেখ।
গত রোববার (১৯ জানুয়ারি) কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন, কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান ও কেরানগীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।
কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন, কি কারণে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিক ভাবে জানাগেছে ভবনটি নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি। শিগগিরই তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।