মঠ ও মন্দির পরিদর্শনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দের

Uncategorized

মোঃ মাসুদ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় দাসের নেতৃত্বে ঢাকা মহানগরের বিভিন্ন মঠ ও মন্দিরের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।

ঢাকেশ্বরী মন্দির,রমনা কালী মন্দির,স্বামীবাগ ইসকন মন্দির, লোকনাথ মন্দির, দয়াগঞ্জ শিব মন্দির, প্রভু জগদ্বন্ধু মঠ সহ অন্যান্য মন্দিরের পুরোহিত ও কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেন অপর্ণা রায় ।

এসময় জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব সুভাষ চন্দ্র দাস, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম চন্দ্র সরকার, কেন্দ্রীয় সদস্য সীমান্ত দাস , সমীর সরকার, দুলাল চক্রবর্তী ,স্বপন ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মোঃ মনিরুল ও মোঃ কাশেম, অনিক সাহা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

মন্দির কমিটির নেতৃবৃন্দ যেকোনো দস্যুবৃত্তি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্পষ্ট বক্তব্যে সাধুবাদ জানান।