যায়যায়দিনের ডিক্লারেশন বহাল ও দখলমুক্ত করার দাবিতে কেরানীগঞ্জে মানববন্ধন

কেরানীগঞ্জ গনমাধ্যম জাতীয়

বহুল প্রচলিত দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রধান কার্যালয় অবৈধ দখলদারমুক্ত এবং ঠুনকো অভিযোগে ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে কেরানীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার কদমতলি এলাকায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ কমিটি ও কেরানীগঞ্জে কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা ওই কর্মসূচি পালন করেন। উপজেলায় কর্মরত সাংবাদিকের অংশ গ্রহণে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীটিভির সোহরাওয়ার্দী শ্যামল, বাংলাটিভির আরিফুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের এম আশিক নূর, এশিয়ান টিভির টিটু আহমেদ ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ কমিটির সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান তুষার, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাদি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল আমিন মিনহাজ প্রমুখ।

 

এসময় বক্তারা অবিলম্বে যায়যায়দিন পত্রিকার অবৈধ দখল মুক্ত এবং ঠুনকো অভিযোগে ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহোরের দাবি জানান।