মোঃ শামসুর রহমান তুষার:
পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রসুলপুর সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। আজ রবিবার (৬ জুলাই) সকাল ১০টায় কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর তীরে জিঞ্জিরা রসুলপুর বেড়িবাঁধ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ জামিল হোসেন বলেন, প্রতিবছরই আমরা গাছ লাগানোর এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করে থাকি। এবার নিয়ে এটি আমাদের চতুর্থবারের মতো আয়োজন। শুধু ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগান নয়, আমরা চাই সবাই আন্তরিকভাবে গাছ লাগাক, পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসুক।
কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা মামুন বলেন, বৃক্ষরোপণ করলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে, অক্সিজেনের জোগান বাড়ে এমনকি এলাকার সৌন্দর্যও বৃদ্ধি পায়। তাই রসুলপুর সমাজ কল্যাণ সংগঠনের মতো অন্যান্য সংগঠনেরও এমন উদ্যোগ গ্রহন করা উচিত বলে জানান তিনি।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ জামিল হোসেন, প্রেসিডিয়াম সদস্য হাজী মোহাম্মদ নান্টু, সভাপতি বাদল, সাধারণ সম্পাদক মারুফ, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক হাসান, সাংগঠনিক সম্পাদক জনিসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনটির সদস্যরা জানায়, আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে এবং আরও বৃহৎ পরিসরে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
আরোও পড়ুনঃ পরাগকে অপহরনকারী এখন কেরানীগঞ্জের জাময়াত নেতা: গয়েশ্বর চন্দ্র রায়