শুভাঢ্যা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে এক সন্ত্রাস বিরোধী মিছিলের আয়োজন করেছেন শুভাঢ্যা ইউনিয়ন যুবদল (৪,৫,৬ নং ওয়ার্ড) ২ নং ইউনিট নেতাকর্মীরা।
১১ অক্টোবর (শুক্রবার) বিকেল ৪টায় ইউনিয়নের চুনকুটিয়া মাঠের কোনা থেকে শুরু হওয়া মিছিলটি ইউনিয়নের তেলঘাট বেড়িবাধ এলাকায় গিয়ে শেষ হয়। এসময় ইউনিয়ন যুবদলের ২নং ইউনিট নেতাকর্মীরা মিছিলে বিভিন্ন রকমের সন্ত্রাস বিরোধী স্লোগান দেয়ার মাধ্যমে এগিয়ে যান।
সাবেক দক্ষিণ কেরাণীগঞ্জ শাখা ছাত্রদল সাহিত্য বিষয়ক সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন যুবদল (৪,৫,৬ নং ওয়ার্ড) ২ নং ইউনিট সদস্য মো. অহিদুল ইসলাম অনিক বলেন, দেখা যাচ্ছে কিছু লোক বিগত দিনে যারা আওয়ামী লীগ করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে তারাই কোনো না কোনো ফেইসে এসে আমরা যারা ১৭ বছর ধরে নির্যাতিত, রাজনীতি করি তাদের উপর বিভিন্ন হয়রানী মূলক আচরণ করছে। এছাড়াও চারদিকে বিভিন্ন রূপে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফিরে এসে কেরানীগঞ্জে এখনও বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। এসব আওয়ামী দোসর ও সন্ত্রাসদের বিরুদ্ধেই আজকে শুভাঢ্যা ইউনিয়ন যুবদলের আজকের এই প্রতিবাদ মিছিল।
শুভাঢ্যা ইউনিয়ন যুবদল (৪,৫,৬ নং ওয়ার্ড) ২ নং ইউনিট সদস্য মো. অহিদুল ইসলাম অনিকের নেতৃত্বে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন ৪,৫,৬ যুবদল সদস্য মো. টুটুল , মো. মিজানুর রহমান, মো. ইসমাইল হোসেন লিখন,মো. রিপ শিকদার, মো. রকিসহ প্রমুখ।