সরকার অসংখ্য আজিজ ও বেনজীর তৈরি করেছে:সরকার অসংখ্য আজিজ ও বেনজীর তৈরি করেছে: মির্জা ফখরুল

সরকার অসংখ্য আজিজ ও বেনজীর তৈরি করেছে: মির্জা ফখরুল

আইন ও আদালত ছিনটাই ও অপরাধ জাতীয় রাজনীতি

বিএনপির মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি— শুধু এক বেনজীর নয়, এক আজিজ নয়, অসংখ্য আজিজ আর বেনজীর তৈরি করেছে সরকার। সব সময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে। এখান থেকে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে।

জাতীয় প্রেসক্লাবের আজ শনিবার দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

মির্জা ফখরুল বলেন, বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ৪ মে কীভাবে দেশের বাইরে চলে গেলেন? গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে তিনি বলেন, যাওয়ার আগে তাঁর (বেনজীর) ব্যাংক হিসাব খালি করে গেছেন। ব্যাংক হিসাবে প্রায় ৬০ কোটি টাকা ছিল। বেশি-কম হতে পারে। আমার প্রশ্ন তিনি কীভাবে গেলেন।

কেউ ছাড় পাবে না, আওয়ামী লীগ নেতাদের এমন মন্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, মানুষকে আহাম্মক মনে করেছেন, সবাই বোঝে, এসব আপনাদের লোক দেখানো প্রতারণা। যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে দেশ শাসন করছেন।

বিএনপি হেরে গেছে, এটা মনে করার কোনো কারণ নেই বলে মনে করেন দলটির মহাসচিব। তিনি বলেন, আমরা লড়ছি, মরছি, আত্মত্যাগ করছি। কেউ পিছপা হইনি। বিএনপি নতুন করে আবার কাজ শুরু করেছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লড়াই করছে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।

মির্জা ফখরুল বলেন, ভারত এক দিনে স্বাধীন হয়নি। পাকিস্তান এক দিনে হয়নি। বাংলাদেশও এক দিনে হয়নি। ২৫ বছর সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য। তিনি বলেন, আমরা তো মাত্র কয়েক বছর লড়াই করলাম, মাত্র ১৫ বছর। আমরা হেরে গেছি, এটা মনে করার কোনো কারণ নাই।

আন্দোলনে সাফল্য আনতেই হবেই মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন,  ‘গণতন্ত্রের জন্য আমরা লড়াই-সংগ্রাম করছি। একটা কথা আমাদের মনে রাখতে হবে— বিজয় আমাদের অর্জন করতেই হবে। সাফল্য আমাদের আনতেই হবে। আজকে এই পেশাজীবীদের আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে বিএনপি কখনোই তার অভীষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না।

আরো পড়ুনঃ এইচএসসি পরীক্ষা ৩০ জুনেই শুরু : ঢাকা শিক্ষা বোর্ড