সৌদিতে প্রথম নারী হজযাত্রীর মৃত্যু

সৌদিতে প্রথম নারী হজযাত্রীর মৃত্যু

ধর্মীয়

সর্বশেষ বুধবার মক্কায় মমতাজ বেগম (৬৩) নামে একজন নারী হজযাত্রী মারা গেছেন

পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত প্রায় ৬৩ হাজার বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন।

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১১ জনের মৃত্যু হলো। এছাড়া পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত প্রায় ৬৩ হাজার বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে জানানো হয়, বুধবার পর্যন্ত সর্বমোট ৬৩ হাজার ১৪১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী চার হাজার ১৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫৮ হাজার ৯৭৬ জন।
হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ১২১টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৮টি, সৌদি এয়ারলাইন্সের ৩৮টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৫টি।

এদিকে হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত সৌদিতে ১১ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১০ ও নারী একজন। মৃত হজযাত্রীদের মধ্যে মক্কায় আটজন, মদিনায় তিনজন মারা গেছেন।

সর্বশেষ বুধবার মক্কায় মমতাজ বেগম (৬৩) নামে একজন নারী হজযাত্রী মারা গেছেন। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হজের শেষ ফ্লাইট যাবে ১২ জুন।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ২৫২ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

আরো পড়ূনঃ মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী