রিফাত হোসেন
কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের প্রথম সন্তান আব্দুল কাশেমের বিরুদ্ধে তার সৎ ভাইবোনকে পিতার রেখে যাওয়া সম্পত্তি থেকে বঞ্চিত করে সম্পদ আত্মসাতের পায়তারার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর মধ্যপাড়া নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কাশেমের সৎ মা সাখিনা বেগম ও সাহিদা বেগম।
স্বামীর মৃত্যু পর রেকর্ডীয় সম্পত্তি পরবর্তিতে জাল জালিয়াতি করে নিজ নামে রেকর্ড করে দখল নিতে চাওয়ার চেষ্টা ও পায়তারা করছেন সৎ ছেলে আব্দুল কাশেম। সম্পত্তি ফিরে পেতে বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে সখিনা খাতুনের বড় ছেলে জাবেদ জানান বলেন, আমার বাবা তিন বিয়ে করেছেন। আমি তাঁর দ্বিতীয় স্ত্রীর সন্তান।
প্রথম স্ত্রী মৃত হোসনে আরা বেগম, তাঁর সন্তান- আব্দুল কাশেম, লিটন মাহমুদ, খালেদা বেগম, রুমা, রেজিনা ও রোকসানা আক্তার।
দ্বিতীয় স্ত্রী সখিনা খাতুন, সন্তান আমি জাবেদ হোসেন ও আকাশ।
তৃতীয় স্ত্রী সাহিদা বেগম, তাঁর সন্তান আবু সাঈদ, কুলসুম ও রাবেয়া আক্তারসহ চৌদ্দজনের সম্পত্তি সৎ ভাই কাশেম একাই আত্মসাৎ করার লক্ষ্যে নানানরকম কৌশল অবলম্বন করছে।
গতবছর ৬ সেপ্টেম্বর, আমার ছোট ভাই আকাশকে বাসায় ফেরার পথে লোহার রড ও লাঠি দিয়ে হামলা করে কাশেম ও তার সন্ত্রাসী বাহিনী। পরে স্থানীয়রা উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি চিকিৎসার মাধ্যমে সুস্থ হন। পরে আমরা কেরানীগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি।
এর আগে আমাকে আমার পরিবারের অন্যদেরও মারধর গালিগালাজ করে এবং পিতার সকল সম্পত্তি ও বাড়িঘর নাকি তার একার দাবী করে প্রাণনাশে হুমকি দেন। আমি আমার পিতার সম্পদের অংশিদারসহ পরিবারের সকল সদস্যের অংশ চাই এবং আমাদের মারপিট করার সঠিক বিচার দাবি করে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সংবাদ সম্মেলনে দ্বিতীয় স্ত্রী সখিনার সন্তান আকাশ, তৃতীয় স্ত্রী সাহিদা বেগমের সন্তান আবু সাঈদ, কুলসুম ও রাবেয়া উপস্থিত ছিলেন।
বিষয়টি নিয়ে কথা বলতে মৃত আব্দুল মালেকের প্রথম স্ত্রীর প্রথম সন্তান আব্দুল কাশেমকে ফোন করা হয়। তবে সাংবাদিক পরিচয় দেয়ার পর তিনি এবিষয় নিয়ে কথা বলতে রাজি হয়নি।
আরো পড়ুনঃ চলছে পোস্তগোলা সেতুর সংস্কার কাজঃ