হাজী সেলিমের ছেলে এবং ঢাকা-৭ আসনের সাবেক এমপি সোলাইমান সেলিম কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন।
ওসি রেজাউল হোসেন বলেন, চক বাজার থানার একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তিনি গুলশানে এক আত্মীয়-এর বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া একটায় সোলায়মান সেলিম কে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার তাকে আদালতে নেয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন চক বাজার থানার ওসি রেজাউল হোসেন।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী মো. সেলিম মনোনয়ন ফরম সংগ্রহের পাশাপাশি দুই ছেলেও একই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। শেষ পর্যন্ত ওই আসনে নৌকার মনোনয়ন পান সোলায়মান সেলিম।
সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোলাইমান সেলিম। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হাজি সেলিম পুত্র সোলাইমান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। এর আগে তার বাবা হাজি সেলিম গত ১ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার হন।
আরোও পড়ুনঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিঞ্জিরা ৪ নং ওয়ার্ড বিএনপির র্যালি