মাসুদ রানা
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় বলেন, হিন্দুদের কে আর কোন রাজনৈতিক দল বিশেষ তকমা লাগাতে পারবে না।
ভোটের সময় শুধু হিন্দুদের কে ব্যবহার করা হতো, হিন্দুরা দেরিতে হলেও সেই সত্য অনুধাবন করতে পেরেছে, হিন্দুদের রাজনৈতিক ভাবে ভাগ করার প্রক্রিয়া আওয়ামী লীগ শুরু করেছিল । এখন আর কোন বিশেষ দল কানামাছি খেলা হিন্দুদের দিয়ে খেলাতে পারবে না।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর কমিটির সভাপতি গৌতম মিত্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভদ্রের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয় শিব মন্দির প্রাঙ্গণে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অপর্ণা রায় ।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, সমীর সরকার, মিতা দত্ত, সুহৃদ, এ্যানিথা রায়, বনিল রায়, অজয় কর, শংকর সরকার , বিজয় চন্দ্র পাল সহ আরো অনেক উপস্থিত ছিলেন ।