পেঁয়াজ

৫০ হাজার টন পেঁয়াজ আসছে ভারত থেকে

জাতীয়

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম জানিয়েছেন, এই সপ্তাহে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসবে। এর ফলে বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকবে।

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা রয়েছে ভারতের। এরপরও বিশেষ ব্যবস্থাপনায় বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ পাঠাবে ভারত।

শুক্রবার (১ মার্চ) ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির বিষয়টি জানিয়েছে।

জানা গেছে, বিশেষ ক্ষমতায় বাংলাদেশে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড সম্পন্ন করবে।

তবে এর পরদিনই আবার এই সিদ্ধান্ত নিয়ে ভিন্ন খবর দেয় ভারতের কয়েকটি গণমাধ্যম। এরমধ্যেই পেঁয়াজ রফতানির সিদ্ধান্ত কার্যকর করার কথা জানাল নয়াদিল্লি।

আহসানুল ইসলাম জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের বৈঠকের সময় ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। সেখানে ভারতের বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন যে বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ পাঠানোর বিষয়ে চিঠি ইস্যু করতে তিনি নির্দেশ দিয়েছেন। সেই চিঠি গতকাল তাঁরা হাতে পেয়েছেন।

এদিকে গত বছরের ৮ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। এরপর বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। পেঁয়াজের ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত মাত্রায় নামেনি দাম।

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, রমজানের আগে ভোক্তাদের যেন অতিরিক্ত দামে পণ্য কিনতে না হয়, সেই লক্ষ্যে সরকার কাজ করছে। এতে নিত্যপণ্যের দাম যৌক্তিকভাবে কমে আসবে। নিত্যপণ্য নিয়ে ব্যবসায়ী বা অন্য কারও কাছে সরকার জিম্মি থাকবে না। পণ্য আমদানি ও খালাস করা নিয়ে যৌক্তিক কোনো সমস্যা থাকলে তা সমাধান করা হবে। তবে এ ক্ষেত্রে কোনো অজুহাত সহ্য করা হবে না।

আরো পড়ুনঃ ৬ বছর ধরে অছাত্রদের দখলে ঢাকা জেলা দ: ছাত্রলীগ