ডেঙ্গু প্রতিরোধে জিনজিরায় অভিযান

জিনজিরা

ডেঙ্গুর বাহক এডিস মশা প্রতিরোধে  ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা ইউনিয়ন পরিষদের আশে পাশে ফগার মেশিন চালানো হয়েছে।

১৩ অক্টোবর কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়ার উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জিনজিরা ইউনিয়নের আশে পাশে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয় এবং সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে উদ্বুদ্ধ করা হয়।

 

এ সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে একক প্রচেষ্টা যথেষ্ট নয়। প্রত্যেকে যদি নিজের বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখে, তাহলেই ডেঙ্গুর বিস্তার রোধ সম্ভব। আমরা সবাই নিরাপদ থাকলে আমাদের চারপাশও নিরাপদ থাকবে।”

 

এসময় অন্যদের মধ্যো উপস্থিত ছিলেন, প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার জনাব শিবলীউজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা জনাব আবদুল গনি, গ্রাম আদালতের চেয়ারম্যান জনাব রায়হান।