দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির মিছিলে শেখ মুজিবের নামে স্লোগান

Uncategorized আমার ইউনিয়ন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীদের যোগদানের এক মিছিলে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা।

গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কদমতলি সড়কে একটি মিছিলে নেতৃত্ব দেন জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মনু। মাত্র কয়েকজন কর্মী নিয়ে বের হওয়া ওই মিছিলে হঠাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্লোগান শোনা যায়। একটি ভিডিওচিত্রে দেখা যায়, মনুর নেতৃত্বে থাকা কর্মীরা ব

শেখ মুজিবুর রহমানের নামে স্লোগান দিচ্ছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ও তৃণমূল রাজনীতিতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মনোয়ার হোসেন মনু প্রথমে বিষয়টি অস্বীকার করে দাবি করেন, তিনি কোনো মিছিলে অংশ নেননি। তবে ভিডিওর প্রসঙ্গ তুলতেই সরাসরি জবাব না দিয়ে এড়িয়ে যান তিনি।

একই মিছিলে অংশ নিতে দেখা যায় আলোচিত আজিজুল হক সোনাইকেও। কিছুদিন আগেই কদমতলির ফুটপাত থেকে চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চাঁদাবাজির মামলায় গ্রেফতারের পরও দলের কর্মসূচিতে তার উপস্থিতি স্থানীয়দের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ বলেন, ভিডিওটা আমি দেখেছি। অভিযুক্তকে শোকজ করা হবে। পাশাপাশি থানা কমিটির সভাপতির সঙ্গে কথা বলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পরিচয় গোপন রাখার শর্তে জিনজিরা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির দূর্দিনে হাতে গুনা কয়েকজন নেতাকর্মী বাদে কোনো লোকের দেখা পাওয়া যেত না, এখন ঘরে ঘরে নেতা। চাঁদাবাজ ও আওয়ামী লীগার সবই এখন আমাদের দলে। দলের ঊর্ধ্বতন পর্যায়ে থেকে এগুলো নিয়ন্ত্রণ না করা গেলে সামনে আমাদের ভবিষ্যৎ খারাপ।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে বিতর্কিত ব্যক্তিদের অংশগ্রহণ এবং শেখ মুজিবুর রহমানের নামে স্লোগান দেওয়ার ঘটনা দলের শৃঙ্খলা ও ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন রাজনৈতিক ও সচেতন মহল।