ঢাকার কেরানীগঞ্জে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় (৪৬) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কামারপাড়া এলাকায় আলমগীর হোসেনের বাড়ি সংলগ্ন ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরনে ছিল চেক গেঞ্জি ও জলপাই রঙের লুঙ্গি।
খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আঙুলের ছাপসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে রাত সাড়ে সাতটার দিকে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
লাশ উদ্ধারের খবর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম জানান, ক্রিকেট খেলতে গিয়ে শিশুরা প্রথমে লাশের একটি হাত ও পা ডোবার পানিতে ভাসতে দেখে বিষয়টি জানান। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়। তিনি বলেন, আমরা এখানে বহু বছর ধরে আছি, কিন্তু আগে কখনো এমন ঘটনা ঘটেনি।
এলাকার গৃহবধূ মায়া বেগম জানান, ডোবাটিতে অনেকে বর্জ্য ফেললেও লাশ পাওয়া যাবে এমনটা কল্পনাও করেননি। নাম প্রকাশ না করার শর্তে আরেক বাসিন্দা ধারণা দেন, লোকটিকে হয়তো হত্যা করে রাতে ডোবায় ফেলে রাখা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আখতার হোসেন বলেন, অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

