স্বেচ্ছাতন্ত্রের ছায়ায় আর কত দিন
বৈশ্বিক শাসনব্যবস্থা নিয়ে সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ‘ভি-ডেম’ (ভ্যারাইটিজ অব ডেমোক্রেসি) ইনস্টিটিউট যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা বাংলাদেশের জন্য মোটেই সুখকর নয়। ২ মার্চ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ১৭৯টি দেশের মধ্যে উদার গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৭তম। এ ছাড়া নির্বাচনভিত্তিক গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবস্থান ১৩১তম, লিবারেল কম্পোনেন্ট (উদারনৈতিক উপাদান) সূচকে ১৫৫তম, সমতার উপাদান সূচকে ১৬৫তম এবং অংশগ্রহণমূলক […]
আরও পড়ুন