আসছে ৮ই মে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন ঘিরে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদের পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও প্রতিটি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৭ এপ্রিল) কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমনের নির্দেশে বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানো হয়। প্রচারণায় নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর প্রচার সম্পাদক মিজানুর রহমান সবুজ।
এসময় মিজানুর রহমান সবুজ বলেন, আজকে কেরানীগঞ্জে উপজেলার কোন্ডা থেকে হজরতপুর যে উন্নয়ন হয়েছে তার পেছনে বিশাল অবদান রেখেছেন জনগণের চেয়ারম্যান শাহীন আহমেদ। শুধু এলাকার উন্নয়ন নয় এ এলাকার সাধারণ মানুষের জন্য চব্বিশ ঘণ্টা নিরলস পরিশ্রম করেন তিনি। যে কারণে কেরানীগঞ্জ বাসীর আস্থার জায়গা শাহীন আহমেদ।
আমরা আজকে লিফলেট বিতরণ কর্মসূচির সময় এইযে সাধারণ জনগণের আমাদের গ্রহণ করা, বুকে টেনে নেয়া এটাই প্রমাণ করে শাহীন আমহেদ কে এবং কেরানীগঞ্জ বাসীর জন্য তিনি কি। আমি বিশ্বাস করি আগামী মে মাসের ৮ তারিখ কেরানীগঞ্জের সর্বস্তরের ভোটার ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মাধ্যমে পুনরায় কেরানীগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে শাহীন আহমেদকে সুযোগ করে দিবে।