আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একটি দিওয়ানী মামলার তদন্ত কার্যক্রম চলাকালে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বেআইনীভাবে প্রভাব বিস্তারের চেষ্টা ও তদন্তে প্রভাব ফেলতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবৈধ প্রস্তাব দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, অভিযুক্ত নাসির উদ্দিন ‘ডেইলি প্রেজেন্ট টাইম’ নামক একটি পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শেখ আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, দেওয়ানি মামলার তদন্ত চলাকালে এক ব্যক্তি সাংবাদিক পরিচয়ে এসে তদন্তে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। বিষয়টি আমাদের নজরে এলে তাকে আটক করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনার একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চান। কিন্তু তাকে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলাকালে তিনি উপস্থিত ভিড়ের সুযোগ নিয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যান। তিনি আরও বলেন, কোন অবস্থাতেই বেআইনি কাজ বরদাস্ত করা হবে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুনঃ কেরানীগঞ্জে অন্যের জমি বিক্রি করতে গিয়ে জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার