প্রত্যয় কেরানীগঞ্জ নামের নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। এ সংগঠনটি অরাজনৈতিক। সংগঠনটি সমাজের উন্নয়ন, সহায়তা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার প্রকাশ করে।
গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কেরানীগঞ্জের আতাশুর ছোট মসজিদপাড় এলাকায় অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে প্রত্যয় কেরানীগঞ্জ সংগঠনটির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রত্যয় কেরানীগঞ্জ সংগঠনের প্রধান সমন্বয়ক মনির হোসেন, ব্যারিষ্টার সাম্মি, সোহেল রানা, সালাউদ্দিন, আরিফুর রহমান ও বাদশা মিয়া প্রমুখ।