অন্তঃসত্ত্বা সেই নারীকে ধর্ষণের বাড়িটি ছিলো ‘কিশোর গ্যাংয়ের স্পট’

আইন ও আদালত কেরানীগঞ্জ ছিনটাই ও অপরাধ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে (২০) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তরুণেরা ‘কিশোর গ্যাংয়ের’ সদস্য বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, ধর্ষণের ঘটনা ঘটা সেই পরিত্যাক্ত বাড়িটিতে গ্রেফতারকৃতরাসহ এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদক ও জুয়ার আসর নিয়ে বসতো।

গত শনিবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও ঋষিপাড়া এলাকায় পরিত্যক্ত ওই বাড়ি থেকে ভুক্তোভোগী নারীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়েছিলেন। সেখান থেকে সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে উদ্ধারের পাশাপাশি ধর্ষণে জড়িত দুজনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। তবে সেসময় ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান তাদের সাথে থাকা আরও দুইজন।

এ ঘটনায় গতকাল রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন সে ভুক্তভোগী নারী। এতে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও বটতলা এলাকার আশরাফুল ইসলাম ওরফে সিয়াম (২০), জীত সরকার (১৯), মো. লিমন (১৮) ও মো. ইয়াসিনকে (১৮) আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে আশরাফুল ও জীতকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশ ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন।

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বছর আগে ভুক্তভোগী নারী পরিবারের অমতে অন্য ধর্মের এক যুবককে বিয়ে করেন। বর্তমানে তিনি সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা। ১৫ দিন আগে মনোমালিন্য থেকে স্বামী তাঁকে ঢাকার ভাড়া বাসায় একা রেখে চলে যান এবং যোগাযোগ বন্ধ করে দেন। স্বামীর কোনো খোঁজ না পেয়ে ওই নারী বাবার বাড়ি চাঁদপুরে ফিরে যান। কিন্তু বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা জানার পর পরিবারের সদস্যরা তাঁকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে গত শুক্রবার সকালে তিনি চাঁদপুর থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরে এসে রাজধানীর একটি মাজারে তিনি রাত যাপন করেন।

শনিবার সন্ধ্যার পর ক্ষুধার্ত অবস্থায় ওই নারী পোস্তগোলা সেতু পার হয়ে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয় অটোরিকশাচালক আশরাফুল ও জীত তাঁকে আশ্রয় দেওয়া ও খাবার দেয়ার কথা বলে অটোরিকশায় করে পানগাঁও ঋষিপাড়া নয়াবাড়ী এলাকার ওই পরিত্যাক্ত বাড়িতে নিয়ে যান। পরে তাঁরা লিমন ও ইয়াসিন নামের আরও দুজনকে সেখানে ডেকে নেন। রাতে সেখানে তাঁকে দলবদ্ধ ভাবে ধর্ষণ করা হচ্ছিল। একপর্যায়ে রাত একটার দিকে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আশরাফুল ও জীতকে আটক করেন। অন্য দুজন লিমন ও ইয়াসিন কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

পরে খবর পেয়ে পুলিশ এসে দুইজনকে আটক করে এবং অসুস্থ অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সীমানাদেয়াল ঘেরা জায়গার মাঝখানে একটি টিনশেড ঘর। ঘরের ফটক তালাবদ্ধ ও জানালা আটকানো। কয়েকমাস যাবত জনশূন্য বাড়িটি ভুতুড়ে অবস্থায় পরিণত হয়েছে।

ওই বাড়িটির দেখভাল করেন মন্টু মিয়া নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘এই বাড়ির মালিক আমার খালাতো ভাই। সে বিদেশ থাকে। পাঁচ থেকে ছয় বছর আগে এখানে এক পরিবারকে থাকতে দিই। মাসখানেক আগে তারা চলে গেলে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় থাকে। আজ সকালে লোকমুখে জানতে পারি, কে বা কারা এ বাড়িতে এক মেয়েকে এনে ধর্ষণ করেছে।’

 

আরোও পড়ুনঃ কেরানীগঞ্জে সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

 

ঋষিপাড়ার বাসিন্দা ফাতেমা বেগম বলেন, ‘রাত একটার দিকে ওই বাড়ি থেকে এক মেয়ের চিৎকার শুনতে পাই। তখন ঘরের জানালা খুলে দেখি ওই বাড়িতে লোকজনের ভিড়। পরে সেখানে গিয়ে জানতে পারি, কয়েকজন ছেলে এক মেয়েকে ধর্ষণ করেছে। এ সময় এলাকাবাসী দুই ধর্ষককে ধরে পুলিশে সোপর্দ করে।’

নাম প্রকাশে অনিচ্ছুক ঋষিপাড়া এলাকার একাধিক বাসিন্দা বলেন, ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আশরাফুল, জীত, তাঁর সহযোগী লিমন ও ইয়াসিন কিশোর গ্যাংয়ের সদস্য। তাঁরা মাদক ব্যবসা ও জুয়ার সঙ্গে জড়িত। তাঁরা প্রতিদিন সন্ধ্যার পর পরিত্যক্ত ওই বাড়িতে মাদক সেবন ও জুয়া খেলেন। তাঁদের সঙ্গে কিশোর বয়সী ছেলেরাও আসত। ভয়ে এলাকাবাসী কিছু বলতে সাহস পেতেন না। এলাকাবাসীর মতে, এলাকায় পুলিশের টহল থাকলে এ ঘটনা ঘটত না। তাঁরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এদিকে রোববার বিকেলে গ্রেপ্তার দুজনকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলামের আদালতে হাজির করা হয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা মোশারফ হোসেন মিয়া বলেন, আসামিরা দীর্ঘদিন যাবত মাদকের সাথে জড়িত ছিলো, তাদের মধ্যের একজনের মা এ তথ্য আমাদের জানিয়েছেন। গ্রেফতার হওয়া দুইজনই অটো চালক, এর বাইরে তারা কিশোর গ্যাংয়ের সদস্য কি না তা খতিয়ে দেখার জন্য আদালতে দুই আসামির ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তাঁদের প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আসামীরা কিশোর গ্যাংয়ের সদস্য কিনা তা এখনই বলা যাচ্ছেনা। এ মামলায় তদন্ত কাজ চলমান আছে।

 

আরোও পড়ুনঃ কেরানীগঞ্জে সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২