ইসরায়েলি গণমাধ্যমের খবরে জানা গেছে, ইসরায়েলি সেনাবাহিনী রাফাহ ও দক্ষিণ গাজার অন্যান্য এলাকায় বিমান হামলা চালাচ্ছে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হচ্ছে।
ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানায়, হামাস সদস্যদের সঙ্গে ‘গোলাগুলির আদান-প্রদান’-এর পর এই বিমান হামলা চালানো হয়েছে।
এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
যুদ্ধবিরতির পর গাজা সিটির জেইতুন এলাকায় গতকাল শনিবার সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একই পরিবারের ১১ জন সদস্য নিহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ওই পরিবারের গাড়িটি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রবেশ করেছিল।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-গাজা যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৬৭ হাজার ৯৬৭ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার ১৭৯ জন আহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
নতুন করে এই হামলাগুলোর ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে এবং পর্যবেক্ষকদের শঙ্কা, ইসরায়েলি অভিযান বন্ধ না হলে সংঘাত পুনরায় তীব্র রূপ নিতে পারে।
আরোও পড়ুনঃ দেশে নিরাপত্তা নেই, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: নাসীরুদ্দীন

