আচারের বৈয়ামে প্রায় ৪ হাজার পিস ইয়াবা; ধরে ফেললো পুলিশ

কেরানীগঞ্জ ছিনটাই ও অপরাধ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ৩,৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক দ্রব্য উদ্ধার অভিযানে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সাব ইন্সপেক্টর কামরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল আগানগর ইউনিয়নের ব্রীজঘাট বেড়িবাধ রাস্তা থেকে মাদক কেনাবেঁচার সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

অভিযানের নেতৃত্ব দানকারী এসআই কামরুল ইসলাম বলেন, আমরা ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ব্রিজ ঘাটের এখানে মাদক ব্যবসায়ীরা ইয়াবা কেনাবেঁচা করছে। তাৎক্ষণিক আমি আমার টিম নিয়ে সেখানে উপস্থিত হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে আমরা একজনকে গ্রেফতার করতে সক্ষম হই।

এই পুলিশ কর্মকর্তা আরো জানান, আমরা মামুনকে তল্লাশি করে তার হাতে থাকা এই ব্যাগের ভেতর একটি প্রাণ আচারের বৈয়ামের ভেতর প্যাকেট করা ৩,৮০০ পিস ও আরেকটি প্যাকেটে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট আনুমানিক ১১ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ৩,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মামুন (৩৫) ও পলাতক সাইদুল(৪৪) দীর্ঘদিন যাবত কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিল।

 

আসামীদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনীর ১০ (খ)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।