আবাসন মেলায় ইউরো-বাংলা বিল্ডার্স এর প্লট কিনলেই থাকছে পুরষ্কার

কেরানীগঞ্জ

ঢাকায় আন্তর্জাতিক সংগঠন CEMS কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’র চারটি হলে রুমে তিন দিন ব্যাপি মেলা শুরু হয়েছে। ৭ই ডিসেম্বর শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত।
মেলার উদ্বোধনী দিনে ৩নং হলে চলছে “২২তম রিয়েল এষ্টেট এক্সপো ২০২৩”। আবাসন মেলায় ইউরো-বাংলা বিল্ডার্স এর প্লট কিনলেই থাকছে পুরষ্কার ।
৪নং হলের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি,(মন্ত্রী,শিল্প মন্ত্রণালয়) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান মিয়া (বিপিএএ), চেয়ারম্যান,রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক),জনাব আব্দুর রহিম খান (এডিশনাল সেক্রেটারি (এক্সপার্ট), বানিজ্য মন্ত্রণালয়,মোহাম্মদ হোসেন (ডাইরেক্টর জেনারেল, পাওয়া সেল, পাওয়ার ডিভিশন,ডঃ মোঃ মিজানুর রহমান (উপ-ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসা), সৈয়দ এরশাদ আহমেদ (প্রেসিডেন্ট আমেরিকান চেম্বার অফ কমার্স বাংলাদেশ)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন: মেহেরুন এন ইসলাম(প্রেসিডেন্ট এন্ড গ্রুপ ম্যানেজিং ডাইরেক্টর CEMS গ্লোবাল USA & Asia pacific).

অনুষ্ঠানে ইউরো-বাংলা বিল্ডার্স এন্ড টেকনোলজি প্রাঃ লিঃ এর পক্ষে উপস্থিত ছিলেন ইউরো-বাংলা বিল্ডার্স এন্ড টেকনোলজি এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদ রাসেল।

এদিকে মেলা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে উরো-বাংলা বিল্ডার্স। মেলায় প্লট কিনলেই থাকছে পুরষ্কার । প্রথম পুরস্কার: ১১০ সিসি TVS মোটর সাইকেল। দ্বিতীয় পুরষ্কার  : ল্যাপটপ। তৃতীয় পুরস্কার: ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট।

মেলা চলবে: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯ টা।

আরো পড়ুনঃ ঢাকা-৩ আসনে নসরুল হামিদ সহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ