জানুয়ারী মাসের দক্ষিণ কেরানীগঞ্জ থানার শ্রেষ্ঠ অফিসার হলেন এস আই কামরুল ইসলাম

আইন ও আদালত কেরানীগঞ্জ

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন এস আই কামরুল ইসলাম। মামলার তথ্য উদঘাটনে অনবদ্য অবদান রাখায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারী) দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে শ্রেষ্ঠ অফিসার হিসেবে ঘোষণা দিয়ে তাকে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।
জানা যায়, চলতি বছরের গত জানুয়ারী মাসের সামগ্রিক কর্ম তৎপরতা, মাদক উদ্ধার, মামলা নিস্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।

এ বিষয়ে এস আই কামরুল ইসলাম বলেন, আমি সবসময় আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। অর্জিত এই গৌরব শুধু আমার একার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমের কারণে এই গৌরব অর্জন হয়েছে। এই সম্মাননা আগামীতেও আমাকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আমাকে আরো গতিশীল করবে।

এস আই কামরুল ইসলামের অভূতপূর্ব এ সাফল্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।