ঢাকার কেরানীগঞ্জে আল হেরা ইসলামিয়া হাই স্কুলের বার্ষিক পরীক্ষা ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ জানুয়ারী দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় স্কুল ভবনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক আব্দুর সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজি মোঃ নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহেরা ইসলামিয়া হাই স্কুলের চেয়ারম্যান ও সমাজ সেবক মোঃ রিয়াজ উদ্দীন লিটন বখস, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হাজি মোঃ হায়াতুজ্জামান, হাজি মোঃ হোসাইন আহমেদ, সাংবাদিক মো এরশাদ হোসেন মোহাম্মদ আলীসহ প্রমুখ।
আল হেরা ইসলামিয়া হাই স্কুল ১৯৯৬ সালে যাত্রাশুরু করে স্কুল টি দুইযুগ অতিবাহিত করে সুনামের সাথে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এসময় আল হেরা ইসলামিয়া হাই স্কুলের চেয়ারম্যান হাজি মোঃ রিয়াজ উদ্দীন বলেন,
আজকের শিক্সার্থীরা আগামীর ভবিষ্যৎ। আল হেরা ইসলামিয়া হাইস্কুলের পড়াশোনা করে আমার ছাত্ররা ডাক্তার, ইন্জিনিয়ার,ব্যাংকার, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ে কর্মরত আছে। আমরা একজন ছাত্রকে পরিপূর্ণ পাঠদানে সব সময় পরামর্শ মেধা দিয়ে চেষ্টা করি। ভালো মেধাবী শিক্ষক শিক্ষিকা নিয়োগ দিয়েছি। তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, ছেলে মেয়ে আপনাদের, মানুষ করার দায়িত্ব আমাদের। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যাতে
বাসায় সঠিক ভাবে পড়াশোনা ও কোথায় যায় কার সাথে মিলে সে দিকে খেয়াল রাখতে হবে। একজন ছাত্র ভালোভাবে পড়ালেখা করলে অবশ্যই ভালো রেজাল্ট করবে বলে আমি বিশ্বাস করি।
পরে ২০২৪ সালে ভালো রেজাল্ট ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়। এছারা সকল ছাত্র/ছাত্রীকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।