নতুন কারিকুলামে শিখন ঘাটতি পোষাতে কিছুদিন ধরে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস নেওয়া হচ্ছে। তবে, শনিবার ক্লাস নেওয়ার বিষয়টি স্থায়ী হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, কোরবানির ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি পুনর্বহাল হতে পারে।
রোববার (১২ মে) দুপুরে সচিবালয়ে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শনিবার স্কুল খোলা রাখার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সিদ্ধান্তটা নিতে হবে। আমাদের বর্তমান কারিকুলামে একটি বিষয় ছিল শিক্ষার্থী একটি নির্দিষ্ট সময়সীমা পাবে বাড়ির কাজ করার জন্য। সেটি বিবেচনায় নিয়েই শনিবার স্কুল বন্ধ রাখা হয়েছিল। যেহেতু আমরা তাপপ্রবাহের কারণে প্রায় ৯টি কর্মদিবস পাইনি, সেহেতু আমরা চেষ্টা করছি শনিবার আপাতত একটি ব্যবস্থা করে আমরা কর্মদিবসগুলো যেন পাই। তবে এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়।
শিক্ষক ও শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে জানিয়ে তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাযথভাবে করছে কি না, সেটার জন্য সময় পাচ্ছে কিনা সেটাও দেখার দরকার আছে। অতিমাত্রায় চাপ দিয়ে প্রতিদিন তাদের শ্রেণিকক্ষে রেখে আমরা অনেক বেশি শিখন ফল অর্জন করব তা কিন্তু নয়। এটা একটি সাময়িক বিষয়। আমরা আশা করছি, আগামী ঈদুল আজহার পরে হয়তো বা চালিয়ে যেতে হবে না। এটা আমরা অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেব।
উল্লেখ্য, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ।
প্রসঙ্গত, সম্প্রতি দেশব্যাপী বয়ে যাওয়া অতি তীব্র তাপপ্রবাহের কারণে কোমলমতি শিক্ষার্থীদের সুরক্ষায় কয়েক দফা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আকস্মিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় যে শিখন ঘাটতি হয়েছে, তা পোষাতে পরবর্তী সময়ে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়।
আরো পড়ুনঃ নির্বাচনের পর সংকট কেটে যায়নি, আরও বেড়েছে: মির্জা ফখরুল