ঢাকার কেরানীগঞ্জের মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নে আওয়ামী লীগ এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ ডিসেম্বর বিকেলে চড়াইল খেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট কামরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ কোথায় ছিলো, এখন কোথায় আসছে। বাংলাদেশে কোন খাদ্য সংকট নাই। আমাদের জমিগুলো উৎপাদন বাড়াতে ব্যবস্থাপনা৷ গ্রহন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগাযোগ ব্যবস্থায় আমরা এগিেয় গেছি। বাংলাদেশে আমুল পরিবর্তন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। আজকে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বই পায়। এমন কোন ক্ষেত্র নাই যে আমরা পিছিয়ে আছি। আশ্রয়ন প্রকল্প, বয়ষ্ক ভাতা, প্রতিবন্ধীদের সহায়তা সহ সব খাতে সরকার উন্নয়ন করেছে। আমি যখন নির্বাচিত হই চড়াইল মাঠটা ছিলো নিচু। এখন মাঠ উচু করেছি। গড ১৫ বছরে ৯ টা স্কুল এমপিও ভুক্ত করেছি।
আগে সরকারের ভাতার টাকা পেতেন না। এখন পাচ্ছেন। আগামী নির্বাচন ফ্রী ফেয়ার নির্বাচন হবে। আমরা চাই নির্বাচনে সবাই ভোট উৎসব পালন করবে। আপনাদের সবাইকে আহ্বান জানাই ৭ তারিখে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ভোট দিতে যাবেন। জামাত বিএনপি দেশটাকে পিছিয়ে নিতে চায়। আমরা জামাত বিএনপি নামক অশুভ শক্তিকে প্রতিহত করবো। বিগত ১৫ বছরে আপনারা আমাকে সেবা করায় সুযোগ দিয়েছেন, আমি আবারো আপনাদের কাছে আপনাদের সেবা করার সুযোগ চাই।
কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক এহসান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিন্দী ইউনিয়নের সভাপতি আবুল হোসেন মস্তান। অনুষ্ঠানে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, মডেল থানা আওয়ামীলীগ এর সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সিনিয়র সহ সভাপতি শফিকুল আজম বারকু, মোঃ জিলহজ্জ, মোঃ ইয়ামিন, প্রমুখ।
আরো পড়ুনঃ কেরানীগঞ্জে বিজয় দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান