ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকায় দিনভর অভিযান চালিয়ে ১৪,০০,০০০/- (চৌদ্দ লক্ষ) টাকা মূল্যমানের ২,৮০০ (দুই হাজার আটশত) পিস নেশাজাতীয় ভয়াবহ বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১০ এর একটি টিম। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: মোঃ বাবু (৩৫), মোঃ দাউদুল ইসলাম @ দুলু (৫১), মোছাঃ ফাতেমা বেগম (৬০)।
র্যাব ১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে বুপ্রেনরফিন ইনজেকশনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
তিনি আরো জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এই বুপ্রেনরফিন ইনজেকশন সাধারণত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক হিসেবে শরীরে প্রয়োগ করায়। তবে বর্তমানে নির্দিষ্ট পরিমাণের চেয়ে অধিক পরিমাণ নেশাদ্রব্য উপাদান মিশিয়ে মাদক হিসেবে এটি বাজারে সরবরাহ করা হচ্ছে।
বুপ্রেনরফিন ইনজেকশন সরাসরি ভেইনে নেয়া হয়। এই ভয়াবহ বুপ্রেনরফিন ইনজেকশনটি নেয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর শরীরে নেশার প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে প্যাথেডিন এবং হেরোইন নিয়েও যাদের কাজ হয় না, তারা এই ভয়াবহ মাদকটি ব্যবহার করে বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা রয়েছে।
আরো পড়ুনঃ কেরানীগঞ্জে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, তদন্ত করে ব্যবস্হা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইউএনও