ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের আহমদ নগর (কুয়েত প্রজেক্ট) এলাকা থেকে
অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পুলিশ নিহতের লাশ উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দারা দক্ষিন কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের আহমদ নগর কুয়েতী প্রজেক্ট এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোনাখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশে পরে থাকা লাশ উদ্ধার করে পরিচয় শনাক্তের জন্য উপস্থিত স্থানীয় লোকজনদের দেখালে কেউই চেনেন না,পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
মৃত পুরুষ ব্যক্তির বয়স অনুমান (৩৮), ধর্ম-ইসলাম, উচ্চতা অনুমান ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল গোলাকার, মুখে হাল্কা দাঁড়ি এবং পড়নে জলপাই রঙের পাঞ্জাবী, পাঞ্জাবীর নিচে পড়নে সাদা গেঞ্জি ও সাদা রংয়ের পায়জামা, ডান হাতে সিলভার রংয়ের ব্রেসলেট পরিহিত ছিল।
পুলিশ বিধিমত অজ্ঞাতনামা লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। সিআইডি, পিবিআই লাশের ফিঙ্গার প্রিন্ট নিয়ে কাজ করছে।তবে এখনও লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি,এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন,এসময় তিনি আরও বলেন যদি কেহ উক্ত অজ্ঞাতনামা লাশের বর্ণনা বুঝে পরিচয় পেয়ে থাকেন তাৎক্ষনিক ভাবে দক্ষিণ কেরানীগঞ্জ থানাকে অবহিত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন ।
মাসুদ রানা