কেরানীগঞ্জে আমিরে জামায়াতের আগমন উপলক্ষে স্বাগত মিছিল 

কেরানীগঞ্জ শুভাড্যা

আমিরে জামায়াতের আগমন উপলক্ষে ঢাকা জেলা দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেরানীগঞ্জ দক্ষিন থানার শুভাঢ্যা ৯ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে হাসনাবাদ হাউজিং থেকে শুরু হওয়া মিছিলটি হাসনাবাদ কনটেইনার রোড জমজম টাওয়ারের সামনে এসে শেষ হয়।

 

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির আনোয়ার হোসেন, সেক্রেটারি অধ্যাপক মনজুরুল ইসলাম ও বিশিষ্ট সমাজ সেবক ও মাষ্টার আঃ মতিন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ বেলাল হোসাইনসহ ০৯ নং ওয়ার্ড জামায়াতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ গ্রহন করেন।

 

জানা গেছে, আগামী ২০ ডিসেম্বর ইকুরিয়া বেপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঢাকা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামী কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির জামায়াত ডাঃ মোঃ শফিকুর রহমান। ইতোমধ্যে আমিরে জামায়াতে আগমন উপলক্ষে ঢাকা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামী নেতাকর্মীরা মাঠ গোছানোর কাজ করছেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির, নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় জামায়াতে নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।