কেরানীগঞ্জে জমি বিরোধের জেড়ে খামারের প্রানী হত্যার অভিযোগ

কেরানীগঞ্জ কোন্ডা

ঢাকার কেরানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বুলডোজার দিয়ে হামলা চালিয়ে বীর মুক্তিযোদ্ধা নিয়ামত উল্লাহ চৌধূরীর বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে দোলেশ্বরে তাদের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় খামারের বেশ কিছু হাসসহ অবলা প্রানী হত্যার অভিযোগ উঠেছে।

নিয়ামতউল্লাহ চৌধুরীর ছেলে সায়মন চৌধুরী অভিযোগ করে বলেন,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের পার্শ্ববর্তী টুটুল ও কোন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মামুনের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একদল লোক বুলডোজার নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় একটি সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। এ ছাড়াও বেশ কিছু হাসসহ অন্যান্য প্রানী হত্যা করা হয়। এ সময় আশেপাশের এলাকাবাসী টের পেয়ে হামলাকারীদের ধাওয়া দিলে তারা দ্রুত পলায়ন করে।
সায়মন চৌধুরী বলেন, আমার অবলা পশু পাখিগুলো কি দোষ করেছে ? ওদের কেন হত্যা করা হলো। আর এটা আমাদের জমি যার শতভাগ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। তিনি প্রশাসনসহ স্থাণীয় নেত্রীবৃন্দের কাছে ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান জানান, এই ঘটনা জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্ৰহন করা হবে।

 

আরো পড়ুনঃ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারী পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ সভা