কেরানীগঞ্জে বিএনপি নেতার সেল্টারে অবৈধ বালু ব্যবসা চালিয়ে যাচ্ছে আওয়ামীলীগ নেতা

Uncategorized অর্থনীতি] আন্তর্জাতিক কালিন্দী গনমাধ্যম জাতীয় ধর্মীয় রাজধানী

ঢাকার কেরানীগঞ্জে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু ফেলে কৃষি জমি ভরাট সহ এলাকার বিভিন্ন খাল ও জমি  ভরাট করছে স্থানীয় আওয়ামীলীগ নেতা গিট্টু সিরাজ। অভিযোগ রয়েছে এ কাজে তাকে সহয়তা করছে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা।  আওয়ামীলীগ নেতাদের মদদ না করার কেন্দ্রীয় নির্দেশ থাকলেও বিএনপির নেতারা টাকার লোভে আওয়ামীলীগের নেতাদের ব্যবসা বানিজ্য পুনরায় পূর্নবাসন করছেন। এতে করে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বিনএপির তৃনমূল নেতা কর্মীদের মাঝে।

জানা যায়, শুভাঢ্যা ইউনিয়নের রতনের খামার ও আশে পাশের এলাকার জমিগুলো ড্রেজার দিয়ে অবৈধ ভাবে ভরাট করতেন তেঘরিয়া ইউনিয়ন কৃষকলীগের সহ সভাপতি গিট্টু সিরাজ।

যুবলীগ নেতা শিপু আহমেদের সে্‌ল্টারে সিরাজ ছিলো বেপরোয়া। জোড়পূর্বক স্থানীয়দের ইচ্ছের বিরুদ্ধে জমিতে বালি ফেলতেন এবং নিজেদের মন মতো টাকা দাবী করতেন। কোন জমির মালিক টাকা  কম দিতে চাইলেই অথবা টাকা দিতে একটু দেড়ি হলেই গিট্টু সিরাজ শিপু আহমেদের প্রভাব দেখিয়ে তাদের উপর নানা ভাবে নির্যাতন করতেন।

শুভাঢ্যা ইউনিয়নের রতনের খামার এলাকায় ছিলো গিট্টুর একক রাজত্ব। নিজেকে পরিচয় দিতেন তেঘরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি। শিপু আহমেদের ছত্র ছায়ায় বেপরোয়া  হয়ে উঠা সিরাজ আওয়ামী লীগের দীর্ঘমেয়াদে এককভাবে এলাকায় করেছেন ইটা,বালু,রড,সিমেন্ট, ও জায়গা জমির ব্যবসা । এছাড়াও সিরাজের ছিলো অবৈধ সিসা তৈরীর কারখানাও।

আওয়ামীলীগ ও শিপু আহমেদের প্রভাব খাটিয়ে সিরাজ গত কয়েক বছরে কামিয়েছেন কোটি কোটি টাকা।  ৫ আগষ্ট ছাত্র আন্দোলনের পরে সিরাজ কিছুদিন এলা কাছাড়া ছিলো। এরপরে সিরাজ স্থানীয় দুই একজন বিএনপি নেতার সাথে আতাত করে আবারো এলাকায় চালাচ্ছে বালু বানিজ্য। অভিযোগ রয়েছে কেরানীগঞ্জ মডেল থানা শ্রমিক দল নেতা গিট্টু সিরাজের বোন জামাই লিটনের সেল্টারে আবারো এলাকায় ড্রেজার দিয়ে জোড়পূর্বক বালু ফালাচ্ছেন সিরাজ।এবং এ কাজে কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মিলনকেও সাথে নিয়েছে সে। মিলনের আরেকটি পরিচয়, মিলন বিএনপি নেতা লিপটনের সহোদর।

আওয়ামীলীগ নেতা গিট্টু সিরাজ

 

আওয়ামীলীগ নেতা মিলন ঢালী

সরকার পতনের পরে আওয়ামীলীগ নেতা মিলন ও সিরাজ গা ঢাকা দিলেও, বিএনপি  নেতা লিপটনের সহায়তায় আবারো বেপড়ওয়া হয়ে উঠেছে তারা।

সম্প্রতি রতনের খামার এলাকায় একটি জমিতে জোড়পূর্বক বালু ফালাতে গেলে সিরাজকে গনপিটুনি দেয় স্থানীয়রা।

এদিকে বিএনপি নেতাদের মদদে আওয়ামীলীগের নেতারা আগের মতো কার্যক্রম চালাচ্ছে দেখে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা গেছে। স্থানীয়রা বলছেন, আওয়ামীলীগ যা করে গেছে, বিএনপির লোকরাও যদি তাই করতে থাকে, তাহলে দেশের মানুষ কার কাছে ভরসা রাখবে ? এ ব্যাপারে বিএনপির সিনিয়র নেতাদের কঠোর হওয়ার আহ্বান জানান তারা।

 

এ বিষয়ে কথা বলার জন্য গিট্টু সিরাজ ও লিটনের মুঠোফোনে একাধিক বার কল দেওয়া হলেও , তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

 

কি ভাবছেন পল কেরানীগঞ্জের রাজনীতি নিয়ে ?

 

আরো পড়ুন: কেরানীগঞ্জে রাজউকের অভিযান