ভোরে গাঁজাসহ রহিমা; দুপুরে ফেনসিডিলসহ শিউলি গ্রেফতার

কেরানীগঞ্জ ছিনটাই ও অপরাধ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আনুমানিক প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৯৮ বোতল ফেনসিডিলসহ শিউলি খাতুন (৩৩) নামক এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ও তথ্য জানান র‍্যাব-১০ এর সিনিয়র পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

 

র‍্যাব-১০ এর এই কর্মকর্তা জানান, শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক পৌনে ১টায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২ লাখ ৯৪ হাজার টাকা মূল্যমানের ৯৮ বোতল ফেনসিডিলসহ শিউলি খাতুনকে গ্রেফতার করে।

 

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

 

উল্লেখ্য, এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর রাতে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৯ লাখ ৯ হাজার টাকা মূল্যমানের ৩৩ কেজি গাঁজাসহ রহিমা নামক এক নারী মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে আটক করে র‍্যাব ১০।