ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে আনুমানিক ২৫ লাখ টাকা সমমূল্যের ৮৩ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০ এসময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের নাম, মো. আক্তার হোসেন (৩৩),মো. কবির হোসেন (৪০),মো. এমরান ওরফে সুমন (৩০),মো. মোস্তফা ওরফে সুমন (৩৪),মো. মেহেদী হাওলাদার (২১) ও মোছা. রহিমা আক্তার (৩৪)।
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এর সিনি. সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে প্রথমে আনুমানিক ১৫ লাখ টাকা সমমূল্যের ৫০ কেজি গাঁজাসহ আক্তার হোসেন (৩৩) ও কবির হোসেন (৪০)’কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে এই মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
এরপর ভোর আনুমানিক ৩:৪৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় আরেকটি আভিযানিক দল আনুমানিক ৯ লাখ ৯০ হাজার টাকা সমমূল্যের প্রায় ৩৩ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে মাদক বহন কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা বেশ কিছুদিন যাবৎ দেশের
বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে ঢাকার কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত বলেও জানান র্যাব-১০ এর এই সহকারী পরিচালক।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।