কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কেরানীগঞ্জ জিনজিরা ধর্মীয় রাজনীতি

মাসুদ

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৮ মার্চ ) উপজেলার কদমতলী এলাকায় রয়েল পার্টি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল কবীর পলের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিল অনুষ্ঠানে রেজাউল কবীর পল বলেন যে নেত্রী দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে কাজ করে গেছেন, আপনাদের সকলের দোয়ায় আশা করি কিছু দিনের মধ্যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মাটিতে ফিরবেন এবং আবারো দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াবেন।

এসময় তিনি আরও বলেন আমাদের বাংলাদেশে আগামী দিনে নেতৃত্ব দিবেন যিনি গত জুলাই আগষ্ট বিপ্লবের মূল চালিকা শক্তি ছিলেন, দেশের বাহিরে থেকে সারা বাংলার মানুষকে যিনিকে জাগ্রত করেছেন, দেশের ছাত্রজনতা কে একত্রিত করে যিনি এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছেন সেই নেতা আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানও কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন। সারা বাংলার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ও বেগম খালেদা জিয়া আমাদের কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জের মানুষের উন্নয়নের জন্য যেভাবে একাধিকবার ছুটে এসেছিলেন ইনশাআল্লাহ আমরা আশা রাখি আগামীদিনে যিনি নেতৃত্ব দেবেন আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান সারাদেশে উন্নয়নের পাশাপাশি আমাদের কেরানীগঞ্জের উন্নয়নেও ব্যাপক পরিবর্তন করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই অবহেলিত কেরানীগঞ্জের মানুষের উন্নয়নে ও ঘনবসতি এ কেরানীগঞ্জ একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে বিগত সময়ের মতো আগামীদিনেও আমি এই কেরানীগঞ্জ বাসীর পাশে থাকবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সহ সভাপতি মোঃ মনোয়ার মন্ডল,ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি হিটু মোল্লা, জিনজিরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ রমজান আলী,জিনজিরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক আসাদ আলী রাজু,জিনজিরা ইউনিয়ন বাজার মালিক সমিতির সভাপতি হাজী মোঃ সেলিম, লায়ন শপার্স ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন উর রশিদ,জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক আনোরুল তাজ সহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সকল শহীদ ও আহতের জন্য এবং দেশবাসীর জন্য মোনাজাত শেষে প্রায় দুই হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষদের সাথে নিয়ে এ ইফতার সম্পন্ন করা হয়।