কেরানীগঞ্জে স্কুল ছাত্র হত্যা মামলায় ১১জন গ্রেপ্তার

কেরানীগঞ্জ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আলোচিত দশম শ্রেণির স্কুল ছাত্র আজিজুলকে হত্যা করে অটোরিক্সা ছিনতাই ঘটনায় হত্যার মূল পরিকল্পনাকারীসহ জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় ছিনতাই হওয়া অটো রিক্সাটি উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে র‍্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো মোঃ সাকিব (১৯),মোঃ সজীব (১৯),মোঃ আরমান (২০),মোঃ  আরাফাত (১৯),মোঃ হৃদয় (২০),মোঃ সাইফুল (২২),মোঃ সজীব (২৪),মোঃ জিতু (১৯) মোঃ ইব্রাহীম (১৯)। পরবর্তীতে তাদের দেয়া তথ্য অনুযায়ী সাতপাখি খেজুরবাগ এলাকার আজিজুর রহমান (৪৫) এর গ্যারেজ হতে ইজিবাইকটি উদ্ধার ও আজিজুলকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ এর  অধিনায়ক জানান,মামলার তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পটুয়াখালীর বতলবুনিয়া এলাকা থেকে প্রথমে রায়হান গাজীকে গ্রেপ্তার করা হয।  পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একে একে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি স্কুল ছাত্র আজিজুলকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনিয়ে নেয় ঘাতকরা। আজিজুল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পারগেন্ডারিয়া ওরিয়েন্ট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। অভাবের সংসারে পিতাকে সাহায্য করতে বিকেলে চাচার কাছ থেকে ভাড়া নিয়ে অটো রিক্সা চালাত আজিজুল।

আরো পড়ুনঃ কেরানীগঞ্জে মাটি কাটতে বাধা দেওয়ায় পুলিশের উপর শ্রমীকলীগ নেতার হামলা