ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মোল্লা বাজার অস্থায়ী পশুর হাটে ইজারাদারের লোকজনের হামলায় মোঃ হান্নান (৪০) নামে এক গরু ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হান্নানের একটি হাত ভেঙে গেছে। হামলা ঠেকাতে গিয়ে আহত হয়েছেন দায়িত্বরত এক পুলিশ সদস্যও।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেরানীগঞ্জের পুরান বাক্তাচার এলাকার বাসিন্দা আলী মিয়ার ছেলে হান্নান বৃহস্পতিবার সকালে দুটি গরু নিয়ে হাটে আসেন। দুপুরের দিকে গরু অন্যত্র নিয়ে যেতে চাইলে হাটের ইজারাদারের নিয়োজিত স্বেচ্ছাসেবক রাজিব ও সজীবের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাজিব বাঁশ দিয়ে হান্নানকে এলোপাতাড়ি মারধর করে। এতে হান্নান গুরুতর আহত হন এবং তার ডান হাত ভেঙে যায়।
ঘটনাস্থলে দায়িত্বরত জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোশারফ হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে ইজারাদারের লোকজন পুলিশের ওপর চড়াও হয়। তারা পুলিশের প্রতি অকথ্য ভাষায় গালাগাল করে এবং ইন্সপেক্টর মোশারফকে লাঠি দিয়ে আঘাত করে।
এ বিষয়ে জানতে চাইলে মোল্লা বাজার হাটের ইজারাদার নূর হোসেন নুরু বলেন, “ভুল বোঝাবুঝি থেকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দিয়েছি।”
পুলিশের ওপর হামলার বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।