নিপুন রায়

কেরানীগঞ্জ এ সেনা সদস্যদের ভোটবর্জনের লিফলেট দিলেন নিপুন রায়

কেরানীগঞ্জ

গতকাল ৩ জানুয়ারি (বুধবার) উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ এর জেলা পরিষদ মার্কেটে লিফলেট বিতরণ কর্মসূচি শেষে ফেরার পথে সাধারণ মানুষের পাশাপাশি টহলে থাকা সেনাবাহিনীর সদস্যদের কাছে লিফলেট বিতরণ করেন তিনি।

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটবর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে কেরানীগঞ্জ এর বিভিন্ন স্থানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় নিপুণ রায় বলেন, একতরফা ভোটবর্জনে দেশের সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দল মাঠে শান্তিপূর্ণ কর্মসূচি করছে। এরই অংশ হিসেবে আজ দক্ষিণ কেরানীগঞ্জ এর  জেলা পরিষদ মার্কেটে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে ভোটবর্জনে বিএনপির পক্ষ থেকে আমরা লিফলেট বিতরণ করি।

সেখান থেকে ফেরার পথে কেরানীগঞ্জের  খোলামোরা নরন্দীর মোড়ে সেনাবাহিনীর সদস্যদের বহনকারী গাড়িতেও আমরা লিফলেট বিতরণ করেছি। উল্লেখ্য, নির্বাচনকে ঘিরে পুলিশ, আনসার, র‍্যাব, বিজিবি’র সঙ্গে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে বুধবার থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’।

আরো পড়ুনঃ সরকারি ইস্পাহানি কলেজ শিক্ষক পরিষদের সভাপতি রওশন আরা সম্পাদক রুহুল আমিন