কেরানীগঞ্জ সংস্কারের দায়িত্ব নিয়েছে শিক্ষার্থীরা

Uncategorized

কেরানীগঞ্জ সংস্কারের কার্যক্রম উপলক্ষে শিক্ষার্থীরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সড়কে শৃঙ্খলা ফিরানো, ময়লা-আবর্জনা পরিষ্কার, সডকে আল্পনা অংকন, দেখাল লিখন অন্যতম। কেরানীগঞ্জ ঘুরে সরেজমিনে দেখা গেছে গুরুত্বপূন মোড়গুলোতে শিক্ষার্থীরা রোষ্টার করে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। তাদের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সাধারন জনগন এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকগন। তাছাড়া তারা স্থানীয় বাজারগুলো ও মনিটরিং করছে। সাম্প্রতি ডাকাত আতংক বেড়ে যাওয়াতে রাতে শিক্ষার্থীরা স্থানীয়দের সাথে নিয়ে পাহারার ব্যবস্থা করছে। স্থানীয়রা শিক্ষার্থীদের এই সকল কাজের ভুয়সী প্রশংসা করেছেন এবং শিক্ষার্থীদের তারা নানাভাবে সাহায্য করছেন।আটিবাজারের স্থানীয় বাসিন্দা সোহান জানান, ❝ছাত্ররা যা করছে তা নজিরবিহীন। আমরা সব সময় ছাত্রদের পাশে আছি। ❞ স্থানীয় ছাত্র শাহাদাত রহিম বলেন, ❝ছাত্র আন্দোলনে শুরু থেকে ছিলাম। অনেক ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। এখন আমরাই দেশ গড়ব। তৃতীয় কোন পক্ষ যাতে সুযোগ না পায় আমাদের কষ্টার্জিত এই স্বাধীনতাকে কলংকিত করতে তার জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে ।❞