মোঃ মাসুদ
খুলনা বিভাগের অধীনে মহানগর ও জেলা সমূহের সম্মেলন অনুষ্ঠিত করার দায়িত্ব পেলেন সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি, কেরানীগঞ্জ থেকে ৪ বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান।
২৫ নভেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয় খুলনা বিভাগের অধীন মহানগর ও জেলা সমূহের সম্মেলন দ্রুত সমাপ্ত করার লক্ষ্যে নিম্নলিখিত নির্দেশনাবলী অনুসরণপূর্বক আলহাজ্ব আমান উল্লাহ আমান কে খুলনা বিভাগের এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত বিভাগের অন্তর্ভুক্ত ইউনিয়ন, উপজেলা, পৌর, থানা কমিটি থেকে শুরু করে মহানগর ও জেলা কমিটি সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি সমাপ্ত করতে হবে।
এতে আরও বলা হয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত বিভাগের সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদকদ্বয় এবং মহানগর ও জেলার সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিবগণের সাথে বৈঠক করে অতিসত্ত্বর সম্মেলনের কার্যক্রম শুরু করতে হবে বলেও নির্দেশনা প্রদান করা হয় ।
আরোও পড়ুনঃ আজ থেকে পলিথিন বন্ধে অভিযান শুরু