জুলাই স্মৃতি ফাউন্ডেশন

জুলাই স্মৃতি ফাউন্ডেশন সহায়তা দেবে আজ থেকে

জাতীয়

আজ থেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এর নতুন কর্মসূচি শুরু হচ্ছে। এই কর্মসূচির আওতায় প্রতি সপ্তাহে ২০০ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

শনিবার (২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ৪টি ধাপে এ সহায়তা প্রদান করা হবে।

এর আগে শুক্রবার (১ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এর  সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, আপাতত ঢাকা থেকে এর কার্যক্রম শুরু হবে। পর্যাক্রমে বাকি বিভাগ গুলোতেও এর কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, সহায়তার ক্ষেত্রে বড় ফান্ড গুলো চেকের মাধ্যমে এবং ছোটগুলো বিকাশে দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবারকে ৫ লাখ এবং আহতদের ১ লাখ করে টাকা দেওয়া হবে।

তিনি আরোও বলেন, শহীদ পরিবারের মধ্যে সমস্যা না থাকলে যৌথ লগ্নি করে টাকা দেওয়া হবে। যদি পরিবারের মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে যারা লিগ্যাল উইং রয়েছে তাদের মাধ্যমে ডিল করা হবে।

এ সময় সারজিস সবাইকে সতর্ক করে বলেন, বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেওয়া হচ্ছে, যা আমাদের নয়। ১৬০০০ শুধু এই নম্বরটি থেকে শহীদ পরিবারে কল দেওয়া হচ্ছে। প্রত্যেকটি টাকার হিসাব যেন দিতে পারি সেভাবেই কাজ করা হচ্ছে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, আনঅফিসিয়ালি আহতদের তালিকায় রয়েছে ২৪ হাজার এবং নিহত ১৬০০ এর বেশি, যা বারবার যাচাই করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে।

আরোও পড়ুনঃ বাজার সিন্ডিকেট নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব