ঢাকার কেরানীগঞ্জে রাজউকের উচ্ছেদ অভিযান

ঢাকার কেরানীগঞ্জে রাজউকের উচ্ছেদ অভিযান

কেরানীগঞ্জ তারানগর

প্রতিবেদকঃ রাহাত হোসেন

ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিলিনিয়াম হাউজিং, শতরূপা হাউজিং ও এর আশপাশে নির্মাণাধীন অবৈধ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

রাজউক জানিয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আওতাধীন এলাকায় হাউজিং কার্যক্রম পরিচালনা করার জন্য রাজউক অনুমোদন গ্ৰহণ বাধ্যতামূলক।

কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ

জলাধার আইন লঙ্ঘন করে মিলিনিয়াম সিটি ও শতরূপা হাউজিং বিল ও রেকর্ডীয় খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মিলিনিয়াম হাউজিং-এর অফিস ভবন, ওয়াচ টাওয়ার এবং খাল ভরাট করে নির্মিত শতরূপা হাউজিং এর অফিস ও অন্যান্য স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেন হাওলাদার। তিনি জানান, অভিযান পরিচালনাকালে হাউজিং এর মালিক পক্ষ পালিয়ে যায়, যে কারণে তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। তবে ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট সকল অবৈধ দখলকারীকে নিজ উদ্যোগে সকল স্থাপনা ও বালু অপসারণ করে খাল দখলমুক্ত করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ ছাড়া ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে এই এলাকায় নির্মীয়মাণ ৩টি ভবনের আংশিক অপসারণসহ ২টি ভবনে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ৫ ভবনের মালিক নির্মাণ কাজ বন্ধ রাখবেন এবং রাজউক এর অনুমোদন নিয়ে পুনরায় নির্মাণ কাজ শুরু করবেন মর্মে মুচলেকা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জোন-৫ এর পরিচালক, মো. হামিদুল হক, অথরাইজড অফিসার  আবদুল্লাহ আল মামুন, উপ-নগর পরিকল্পনাবিদ নবায়ন খীসা, সহকারী অথরাইজড অফিসার মো. মেহেদী হাসান, সহকারী নগর পরিকল্পনাবিদ  মোহাম্মদ হাসিবুল হাসান, কানুনগো সোহেল রানা, রাসেল আল মান্নান, প্রধান ইমারত পরিদর্শক মো. সাব্বির আহমেদ, ইমারত পরিদর্শক আব্দুল সাত্তার, তুহিন রেজা সহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।

আরো পড়ূনঃ বিদ্যুতের দাম বাড়বে মার্চ থেকেই – প্রতিমন্ত্রী নসরুল হামিদ