ঢাকার বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় একই পরিবারের তিনজন নিখোঁজ

দুর্ঘটনা শাক্তা

ঢাকার বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় একই পরিবারের তিনজন নিখোঁজ। শুক্রবার(২০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনাটি ঘটে।

শুক্রবার রাতে  নৌকাটি সাত জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের  খোলামোড়া ঘাট  থেকে কামরাঙ্গীরচরের দিকে  আসিতেছিল।  নৌকাটি হটাৎ  চারটি  বালুবাহী বাল্কহেডের মাঝে পড়ে  নিয়ন্ত্রণ হারায় এবং একটি  বাল্কহেডের সাথে ধাক্কা লেগে সাথে সাথেই  ডুবে যায়। মাঝিসহ পাঁচ জন নিরাপদে পাড়ে আসতে পারলেও, নিখোঁজ রয়েছেন একই পরিবারের তিন জন। নিখোঁজ তিন জন হলেন লাকী  (৩৫), মোহনা (১৭), ও আরিফা (১৫) । দুর্ঘটনায় বেঁচে যাওয়া সোহান বাল্কহেডের উপর লাফ দিয়ে বেঁচে যান, তবে বাল্কহেডের কর্মীরা তাকে  নদীতে ফেলে পালিয়ে যায়।পরে  স্থানীয় বাসিন্দারা সোহানকে উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা হাজী মুঞ্জুরুল ইসলাম জানান, ❝আমাদের এই খোলামোড়া ঘাটে নৌকা ডুবির ঘটনা নতুন কিছু নয়।  প্রতি বছরই এমন ৩/৪ টি ঘটনা ঘটে থাকে।এর জন্যে যেমনি দায়ী বাল্কহেড ঠিক তেমনি দায়ী নৌকার মাঝিরা।তারা নিরাপত্তার কথা মাথায় না রেখে তাদের খেয়াল খুশিমত নৌকা চালায় এবং এর ফলে প্রায় দুর্ঘটনা ঘটে। ❞

নয়াবাজার কলেজের প্রভাষক মো আশিকুর রহমান বলেন, ❝প্রতি বছর বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবিতে গড়ে প্রায়  ১৫/২০ জন মানুষের মৃত্যু ঘটে থাকে।যার বেশির ভাগই ঘটে বালুবাহী বাল্কহেডের সাথে ধাক্কা লেগে। সেগুলোর  চলাচল নির্দিষ্ট সময়ে সীমাবদ্ধ থাকার কথা থাকলেও  ২৪ ঘণ্টা অবাধে চলাচল করছে এবং এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।❞ তিনি আরও বলেন, ❝ বাল্কহেডের কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে তারা ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটাতে সাহস করবে না। ❞

স্থানীয় বাসিন্দারা জানান, ❝ এই খোলামোড়া– কামরাঙ্গিরচর ঘাট দিয়ে দৈনিক প্রায় ৩০ হাজারের অধিক মানুষের যাতায়াত। বিগত সরকার বুড়িগঙ্গার খোলামোড়া–কামরাঙ্গিরচর ঘাট দিয়ে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি।তাই আমরা চাই এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য অন্তবর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে এই ঘাট দিয়ে যেন সেতু নির্মাণ করে।❞

ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা  করছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের দুটি দল। নদীতে কিছুটা স্রোত থাকায় উদ্ধার কর্মীদের কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তারা রাতে  তাদের কার্যক্রম পরিচালনা  করেছে এবং আজ সকাল ৬ টা থেকেও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে কিন্তু এখন পর্যন্ত কাউকে উদ্ধার করতে পারে নি।

স্থানীয়রা অভিযোগ করেন , ❝ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতে ঘটনাস্থলে আসতে অনেক গড়িমসি করেছে এবং তারা অনেক দেরি করে সেখানে আসে। ❞